লন্ডন ইস্ট একাডেমী ও আল মিজান স্কুল পরিদর্শন করলেন ক্রীড়াবিদ রিওন পিয়ের
প্রকাশিত হয়েছে : ১০:৫৬:২৮,অপরাহ্ন ০৩ মে ২০১৮
লন্ডন মুসলিম সেন্টারে অবস্থিত লন্ডন ইস্ট একাডেমী ও আল মিজান স্কুল পরিদর্শন করলেন খ্যাতনামা ক্রীড়াবিদ রিওন পিয়ের। গত ২৩ এপ্রিল তিনি লন্ডন মুসলিম সেন্টারে এসে পৌঁছালে স্কুলের ছাত্র-শিক্ষক তাঁকে উষ্ণ অভিবাদন জানান। তিনি সারাদিনই ছাত্রদের সঙ্গে সময় কাটান। এসময় শিক্ষার্থীরা তাঁর কাছ থেকে খেলাধূলা, শরীরচর্চায় সাফল্যের গল্প শুনেন। তাঁর আগমন শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। এসময় ছাত্ররা স্কুলের স্পোর্টস ইভেন্ট আয়োজনে ফান্ডরেইজ করেন।
উল্লেখ্য, সাবেক খ্যাতনামা ফুটবলার রিওন পিয়ের ২০০৬ সালে ওয়ার্লড জুনিয়র ব্রঞ্জ মেডেল লাভ করেন। তাছাড়া তিনি ২০০৯ সালে ইউরোপিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশীপস-এ ব্রঞ্জ মেডেল ও স্বর্ণপদক অর্জন করেন। সংবাদ বিজ্ঞপ্তি