লন্ডনে প্রবাসী এলাকাবাসীর সমাবেশ: ‘বড়লেখা-জুড়ী’তে নাসির আহমদ মিঠুকে বিজয়ী করার আহবান
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুর সমর্থনে বড়লেখা-জুড়ী প্রবাসীদের উদোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনে একটি রেস্টুরেন্টে বিশিষ্ট শিক্ষানুরাগী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও লন্ডন মহানগর বিএনপি নেতা দেওয়ান মইনুল হক উজ্জল এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের যৌথ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বড়লেখা উপজেলার সাবেক ছাত্রদল নেতা জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জুড়ী সাবেক উপজেলা ছাত্রদল নেতা আজহার আহমেদ ওয়াসীম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি এম লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক সৈয়দ সাকেরুজ্জামান সাকের, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উল্লাহ্, কমিনিটি নেতা সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী, সাবেক ঢাকা মহানগরী ছাত্রদলের সহ সভাপতি ফয়সল রহমান, জুড়ী টিএন ডিগ্রী কলেজের অধ্যাপক শফিকুল হক স্বপন, সাবেক বড়লেখা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম জীবন, ফখরুল ইসলাম, কামরুল ইসলাম, মিফতা উদ্দিন চৌধুরী প্রিন্স, ওয়াহিদুল ইসলাম বাবু, জগলুর রশিদ, শামিমুল ইসলাম বদরুল, মাহবুবুর রশিদ মুসা, আব্দুস সহিদ, মইনুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল খান, যুক্তরাজ্য জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিপার রেজা, যুবনেতা মুজাহিদ আলী সুমন, ইকবাল আহমেদ ফজলু, সাহাবুদ্দিন, মাসুক আহমেদ, মঈনুদ্দিন, আব্দুল মালিক, ইব্রাহিম খলিল, হাসান শাহরীয়ার, দেলওয়ার হোসাইন, এমএ সবুর, খালেক সায়মন, আব্দুর রব, কদর উদ্দিন, আব্দুস সালাম, জব্বর আলী, সুরমান খান, জুবায়ের রশিদ, সালমান আলী, বিকাশ দাশ, সুব্রত কুমার দাশ, সায়েক আহমেদ, মোবারক মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান মাহিদ আসন্ন নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিলড নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান। বক্তারা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করছেন, কারণ তাঁর জনপ্রিয়তা শূন্যের কোটায়। বক্তারা বলেন, এই নির্বাচন সাধারণ কোন জাতীয় নির্বাচন নয়, এই নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী শাসক থেকে জাতিকে মুক্ত করার নির্বাচন। বক্তারা নাসির উদ্দিন আহমদ মিঠুর মতো আর্তমানবতার সেবায় নিয়োজিত ন্যায়পরায়ন প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য বড়লেখা-জুড়ীবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ বিজ্ঞপ্তি