ব্যবসায়ী হাফিজ কামরুল ইসলামের ইন্তেকাল, মক্কায় জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০১৯
দেশ রিপোর্ট : যুক্তরাজ্যের নর্থাম্পটন উয়েলিংবরাহ ইসলাহুল মুসলিমিন মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের আরবী শিক্ষক বিশিষ্ট ব্যবসায়ী ও বিজলিংক গ্রুপের অন্যতম পরিচালক লন্ডন প্রবাসী হাফেজ কামরুল ইসলাম (৪৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৫ জুলাই সোমবার সকালে সৌদি আরবে মক্কার আল-নূর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাযার নামাজ ওইদিন বাদ আসর মক্কার মসজিদে হারামে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে জান্নাতুল মুয়াল্লায় তাঁকে দাফন করা হয়। মত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
হাফেজ কামরুল ইসলাম ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে গত তিন বছর থেকে সৌদি আরবে মক্কায় বসবাস করে আসছিলেন। সপ্তাহখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ব্রেনে একটি টিউমার ধরা পড়ে। তাৎক্ষণিক অপারেশন করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে হাফিজ কামরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলাম বাবুল।
এক শোকবার্তা তাঁরা বলেন, হাফিজ কামরুল ইসলাম অসাধারণ এক ব্যক্তি ছিলেন, যিনি সবাইকে খুব সহজেই আপন করে নিতেন পারতেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে হাফেজ কামরুল ইসলামের মৃত্যুর খবর শুনেই মরহুমের সিলেটের বাসায় বিজলিংক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুমের স্ত্রী ও সন্তানেরা বর্তমানে মক্কায় অবস্থান করছেন। হাফেজ কামরুল ইসলামের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার সারোপার গ্রামে। তাঁর পিতার নাম হাজি নুরুজ আলী।