‘ম্যাসেজ কালচারাল গ্রুপ’র নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৯
সাংস্কৃতিক সংগঠন ম্যাসেজ কালচারাল গ্রুপ, লন্ডন -এর ২০১৯-২০২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ডিসেম্বর রোববার গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ গুলজার আহমদ।
নির্বাচিত অন্যরা হলেন- সেক্রেটারি শহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মোহাম্মদ আলী, ট্রেজারার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারি ট্রেজারার আনোয়ার হোসেন আনু, শিক্ষা সম্পাদক ও গান বিভাগের ইনচার্জ নওশাদ মাহফুজ, সহকারি আশরাফুল ইসলাম, নাটক বিভাগরে ইনচার্জ আখতার হোসাইন কাওছার, সহকারি সাহিদুল ইসলাম, ড্রামা টাগ মুহিব চৌধুরী, সংগীত মুহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ গুলজার আহমদ বলেন, মহান আল্লাহ যেন আপনাদের সবাইকে নিয়ে এই দায়িত্ব পালন করার তাওফিক দেন। তিনি সাংস্কৃতিক সংগঠন ‘ম্যাসেজ কালচারাল গ্রুপ’কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি