ওমানে ৪ বাংলাদেশী শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫
ওমানের রাজধানী মাস্কটের ইতিতে একটি বুলডোজার দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ বাংলাদেশী শ্রমিক। আহত হয়েছেন আরও ৪ জন। ওই বুলডোজারের বাকেটের ভেতর হতাহত বাংলাদেশীরা ছিলেন। অনভিজ্ঞ চালক ওই বুলডোজারটি চালানোর কারনেই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ খবর দিয়েছে টাইমস অব ওমান। বুলডোজারের বাকেটে চড়ে নিজেদের কর্মস্থলে যাচ্ছিলেন ৭ বাংলাদেশী শ্রমিক। কিন্তু দুর্ঘটনাক্রমে তারা পড়ে যান। ঘটনাস্থলেই ৩ জন মারা যান। আরেকজন শ্রমিককে হাসপাতালে নেয়ার পর মারা যান। আরও চার বাংলাদেশী শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশী দূতাবাসের এক কর্মকর্তা জানান, দূতাবাসের পক্ষ থেকে হতাহতদের পরিচয় ও ঠিকানা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ চাওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, নিহত চারজনের মধ্যে ৩ জনই অনথিভুক্ত শ্রমিক বলে অভিযোগ উঠেছে। ফলে তাদের জন্য ক্ষতিপূরণ আদায় করা কঠিন হবে। এদিকে এক শ্রমিক ইউনিয়ন নেতা অনথিভুক্ত শ্রমিকদের নিয়োগ দেয়ার জন্য নিয়োগদাতা কো¤পানির প্রতি ক্ষোভ প্রকাশ করেন। মোহাম্মদ আল খালদি নামে ওই নেতা বলেন, আমরা বিষয়টা বুঝতে পারছি না। সরকারের উচিৎ অভিযান বৃদ্ধি করা। কো¤পানিগুলো যাতে অনথিভুক্ত শ্রমিকদের নিয়োগ দিতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। তবে হতাহত শ্রমিকদের নিয়োগদাতা প্রতিষ্ঠানের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশী শ্রমিকদের তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে।