অর্জুনকে বিয়ে করছেন সুজান!
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫
এক বছরেরও বেশি সময় ধরে গুজব চলছিল বলিউডে। হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান প্রেমে মজেছেন অভিনেতা অর্জুন রামপালের। কিছুদিন আগে তার প্রমাণও মিলেছে। সুজানের বাড়িতে অর্জুনের ঘন ঘন আসা যাওয়ায় গুঞ্জনটা সত্যিতে পরিণত হয়েছে। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে আর কোন সন্দেহ নেই। ব্যস! এখানেই থেমেছিলেন সবাই। তবে হালে নতুন আরেকটি খবরে বেশ সরগরম হয়ে ওঠে বলিউড। তা হলো সুজান-অর্জুনের বিয়ে। যা এখনও হয়নি। তবে চলছে প্রস্তুতি। এক বছরের প্রণয়ের সম্পর্কটা এবার আরও মজবুত করতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ প্রেমিকযুগল। জানা গেছে, বেশ কিছুদিন ধরে এক ছাদের নিচে বাস করছিলেন সুজান ও অর্জুন। বিষয়টি সবার নজরে আসতেই শুরু হয় নানা সমালোচনা। আর নিন্দুকের মুখে কুলুপ আঁটতেই তাদের বিয়ের সিদ্ধান্ত। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার একটি খবরে এমনই তথ্য পাওয়া গেছে। তবে অন্য একটি সূত্রে জানা যায়, অভিনেত্রী কঙ্গনার সঙ্গে হৃতিকের প্রেমের সম্পর্কটা গাঢ় হয়ে উঠেছে বলে সাবেক স্বামীর প্রতি আর কোন আগ্রহ নেই সুজানার। আর সে জায়গা থেকে সব আশা ছেড়ে দিয়ে নতুন করে অর্জুনের সঙ্গে নিজের জীবন সাজানোর প্রস্তুতি নিয়েছেন তিনি।