এনসিএল-এর স্পন্সর ওয়ালটন
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫
১৭তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) স্পন্সর হলো ওয়ালটন বাংলাদেশ লি.। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এনসিএলের টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণীর ক্রিকেট লীগের (বিসিএল) মধ্যাঞ্চলের ফ্র্যাঞ্চাইজিও এই প্রতিষ্ঠান। এই নিয়ে ৫ম বার তারা এনসিএলকে পৃষ্ঠপোষকতা করছে। এ সময় উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান, ওয়ালটন গ্রুপের পলিসি ও এইচআরএম বিভাগের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম প্রমুখ।
এ বিষয়ে ওয়ালটনের কর্মকর্তা উদয় হাকিম বলেন, ‘আমরা এই নিয়ে ৫ম বার এনসিএলের স্পন্সর হয়েছি। তবে এবার আশা করি টুর্নামেন্টটা জমজমাট হবে। কারণ শুরুতেই সাকিব-তামিমরা খেলছে। এ টুর্নামেন্টের নামের পাশে পিকনিক শব্দটি যুক্ত হয়ে গিয়েছিল। আশা করি এবার থেকে সেটি হবে না।