শিশু সামিউল হত্যার অভিযোগ গঠনের শুনানি ২২শে সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
চুরির অভিযোগে নির্যাতনে নিহত শিশু শেখ সামিউল আলম রাজন (১৪) হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হবে ২২শে সেপ্টেম্বর। আজ দুপুরে মামলাটি সিলেটের মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তরের পর বিচারক আকবর হোসেন মৃধা এই তারিখ ধার্য করেন। গত ৮ই জুলাই সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন শেখপাড়ায় চুরির অভিযোগে জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের সবজিবিক্রেতা শিশু সামিউল রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।