যশোরে শিশুকে শ্বাসরোধে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
বুধবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুরের বেগারিতলা এলাকা থেকে পুলিশ মেহেদি হাসান (১৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত মেহেদী হাসান মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গোয়ালদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মেহেদি তার ইঞ্জিনচালিত ভ্যানে দুজন যাত্রী নিয়ে মণিরামপুরের দিকে আসে। এরপর আর সে বাড়ি ফেরেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা এ বিষয়ে থানায় একটি জিডিই করেন।
সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মণিরামপুর থানার এসআই সিরাজুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। লাশের সুরোতহাল রিপোর্টে বলা হয়েছে, গলায় গামছা বাঁধা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, শিশুটিকে অন্য কোথাও হত্যা করে লাশ বেগারিতলায় ফেলে রাখা হয়। কেননা, ঘটনাস্থলে কোন জোরাজুরি বা মাটিতে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না।
তিনি জানান, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, সোমবার রাতেই তাকে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যানটির জন্যই শিশুটিকে হত্যা করা হয়েছে।