২২শে নভেম্বর বিপিএলের উদ্বোধন, নতুন আসরে অংশ নেবে ৬ দল
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
বহুল আলোচিত বিপিএলের নতুন আসর মাঠে গড়াবে আগামী ২৪শে নভেম্বর। উদ্বোধন হবে ২২শে নভেম্বর। দুবছর বিরতি দিয়ে অনুষ্ঠিত এবারের আসরে অংশ নেবে ছয়টি দল। বিপিএল গভর্নিং বডির সভাপতি আফজালুর রহমান সিনহা আজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। এবারের আসরে নতুন-পুরনো মিলে ছয়টি দল অংশ নিবে। এরমধ্যে ঢাকা গ্লাডিয়েটর্সের মালিকানা পেয়েছে বেক্সিমকো গ্রুপ, বরিশাল বার্নার্সের মালিকানায় এক্সিওম গ্রুপ, চট্টগ্রাম কিংসের মালিকানায় থাকছে ডিবিএল গ্রুপ, সিলেট রয়েলসের মালিকানায় আলিফ গ্রুপ, রংপুর রাইডার্সের মালিকানায় আই স্পোর্টস ও কুমিল্লা লিজেন্ডসের মালিকানায় রয়েল স্পোর্টস। বিতর্কের কারণে গত দুবছর ধরে বিপিএল বন্ধ ছিল। এবার নতুন উদ্যমে আবার শুরু হচ্ছে টি-টোয়েন্টির এ টুর্নামেন্ট। এতে দেশী-বিদেশী আলোচিত খেলোয়াড়রা অংশ নেবেন।