মারমুখী প্রিয়াংকা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
প্রকাশ ঝা পরিচালিত নতুন ছবিতে পুরোপুরি অ্যাকশন কন্যারূপে দেখা যাবে তাকে। ছবির নাম ‘জয় গঙ্গাজল’। ২০০৩ সালে ‘গঙ্গাজল’ ছবিটি দিয়ে বাজিমাত করেছিলেন প্রকাশ ঝা। সে ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। তবে এবার এ ছবির সিকুয়্যালে অজয় থাকছেন না। তার বদলে ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াংকা। এখানে একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। এ ধরনের চরিত্রে এ প্রথমবারের মতো অভিনয় করছেন প্রিয়াংকা। এরই মধ্যে ছবিটির কাজ শুরু হয়েছে। প্রিয়াংকা এ ছবির জন্য আলাদাভাবে ফাইটিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন এখন। তার এ প্রশিক্ষণ চলবে ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত। কারণ পুরো ছবিতেই মারমুখী প্রিয়াংকা চোপড়াকে আবিষ্কার করা যাবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আভা মাথুর রূপে ছবিতে অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক প্রকাশ ঝা। তিনি এ বিষয়ে বলেন, প্রিয়াংকা নিজের সর্বোচ্চটা এ ছবিতে দিচ্ছেন। তিনি খুব সুন্দর করে ফাইটিং রপ্ত করছেন। এটা ভারতের নারী প্রধান একটি সেরা অ্যাকশন ছবি হতে চলেছে। এখানে অভিনয় করে আনন্দিত প্রিয়াংকাও। এ বিষয়ে তিনি বলেন, পরিচালক আমার ওপর আস্থা রেখেই এমন চরিত্রে কাজ করাচ্ছেন আমাকে দিয়ে। এরকম চরিত্রে এর আগে কখনও অভিনয় করিনি আমি। সব মিলিয়ে আশা করছি ছবিটি বলিউডে অন্য মাত্রা যোগ করবে।