৫-১ গোলে হারলো বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপে সৌদি আরবের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারলো বাংলাদেশ। প্রথমার্ধে ১-১ গোলে সমতা ধরে রেখেিেছল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেও বার কয়েক আক্রমণে উঠছিলো স্বাগতিকরা। কিন্তু ম্যাচের ৪৮ মিনিটে সৌদি আরবের পাল্টা আক্রমণের রুখতে গিয়ে গোলরক্ষক ফয়সাল মাহমুদ লাল কার্ড পেয়ে বহিস্কৃত হলে ভেঙ্গে পড়ে বাংলাদেশ। দশ জনের বাংলাদেশের বিপক্ষে ৪৭ মিনিটে লিড নেয় সৌদি আরব। শেষ ৯ মিনিটে আরও তিন গোল। যার ফলে ৫-১ এর বড় হারে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু করে সাফ চ্যাম্পিয়নরা। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচের ২৯ মিনিটে প্রথম আক্রমণে গিয়েই সফলতা পেয়ে যায় স্বাগতিকরা। সৌদি আরবের বিপদসীমায় বল নিয়ে প্রবেশ করে নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করতে থাকে বাংলাদেশের ফরোয়ার্ডরা। সফরকারী ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে মুস্তাজিব থ্রু পাস করেন নিপুর উদ্দেশ্যে। তিনি বল পায়ে নিয়েই সৌদির গোলরক্ষক হাসেম মোহাম্মদকে বোকা বানিয়ে সরাসরি নিশানা ভেদ করেন (১-০)। অসাধারণ এ গোলের সঙ্গে সঙ্গে পুরো স্টেডিয়াম মেতে উঠে উল্লাসে। তবে ৩৪ মিনিটে খেলায় সমতায় ফেরায় শক্তিশালী সৌদি আরব।