রোনালদোর আরেকটি হ্যাটট্রিক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৫
ফের দুর্দান্ত হ্যাটট্রিক আদায় করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নয়া মওসুমের প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারালো শাখতার দোনেতস্ককে। এতে চ্যাম্পিয়ন্স লীগে ১১তম শিরোপা জয়ের মিশন দারুণভাবে শুরু করলো স্পেনের এ ক্লাবটি। আর চ্যাম্পিয়ন্স লীগে ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে গেলেন। এই ম্যাচে মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লীগে মেসি এবং রোনালদো সর্বাধিক ৭৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। কিন্তু রোনালদো এদিন মেসিকে টপকে ৮০ গোলের রেকর্ড গড়লেন। এছাড়া সর্বশেষ দুই ম্যাচে পর্তুগিজ এ উইঙ্গার করলেন ৮ গোল! স্প্যানিশ লা-লিগায় মওসুমের শুরু দুই ম্যাচে গোল পাননি রোনালদো। এছাড়া দেশের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে আলবেনিয়ার বিপক্ষেও গোলের দেখা পাননি তিনি। এতে সমর্থকরা রোনালদোকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সমর্থকদের তিনি চিন্তামুক্ত করলেন দুর্দান্তভাবে। লা-লিগায় তৃতীয় ম্যাচে তার দল এস্পানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। এতে রোনালদো একাই করেন পাঁচ গোল। আর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে করলেন ৩ গোল। এদিন সান্তিয়ানো বার্নব্যুতে ম্যাচরে ৩০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন করিম বেনজেমা। ৫৫ ও ৬৩ মিনিটে পেনাল্টিতে দু’টি গোল করেন রোনালদো। আর ৮১ মিনিটে মার্সেলোর অ্যাসিস্টে দুর্দান্ত হেডে হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ এ উইঙ্গার। এতে চ্যম্পিয়ন্স লীগে রোানলদো হ্যটিট্রিক এখন ৩টি। এর আগে ২০১৩ সালে তুরস্কের ক্লাব গালাতাসরের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লীগে তার প্রথম হ্যাটট্রিক ছিল ২০১২ সাল ডাচ্ ক্লাব আয়াক্সের বিপক্ষে। ইউরোপ সেরার এ লড়াইয়ে সর্বাধিক ৫ হ্যাটট্রিক বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির।
রিয়াল মাদ্রিদের সঙ্গে এদিন স্পেনের অন্য দুই ক্লাবও জয় পেয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারেকে। অ্যাটলেটিকোর হয়ে ১৮ ও ২৫ মিনিটে দু’টি গোলই করেন অ্যান্তনিও গ্রিজম্যান। আর গতবারের ইউরোপা লীগের চ্যাম্পিয়ন সেভিয়া ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানির ক্লাব বরুসিয়া মুনশেনগ্লাডবাচকে।
ফের দুর্দান্ত হ্যাটট্রিক আদায় করে নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে নয়া মওসুমের প্রথম ম্যাচেই রিয়াল মাদ্রিদ ৪-১ গোলে হারালো শাখতার দোনেতস্ককে। এতে চ্যাম্পিয়ন্স লীগে ১১তম শিরোপা জয়ের মিশন দারুণভাবে শুরু করলো স্পেনের এ ক্লাবটি। আর চ্যাম্পিয়ন্স লীগে ক্রিস্টিয়ানো রোনালদো তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে গেলেন। এই ম্যাচে মাঠে নামার আগে চ্যাম্পিয়ন্স লীগে মেসি এবং রোনালদো সর্বাধিক ৭৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন। কিন্তু রোনালদো এদিন মেসিকে টপকে ৮০ গোলের রেকর্ড গড়লেন। এছাড়া সর্বশেষ দুই ম্যাচে পর্তুগিজ এ উইঙ্গার করলেন ৮ গোল! স্প্যানিশ লা-লিগায় মওসুমের শুরু দুই ম্যাচে গোল পাননি রোনালদো। এছাড়া দেশের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে আলবেনিয়ার বিপক্ষেও গোলের দেখা পাননি তিনি। এতে সমর্থকরা রোনালদোকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সমর্থকদের তিনি চিন্তামুক্ত করলেন দুর্দান্তভাবে। লা-লিগায় তৃতীয় ম্যাচে তার দল এস্পানিওলকে ৬-০ গোলে উড়িয়ে দেয়। এতে রোনালদো একাই করেন পাঁচ গোল। আর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে করলেন ৩ গোল। এদিন সান্তিয়ানো বার্নব্যুতে ম্যাচরে ৩০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন করিম বেনজেমা। ৫৫ ও ৬৩ মিনিটে পেনাল্টিতে দু’টি গোল করেন রোনালদো। আর ৮১ মিনিটে মার্সেলোর অ্যাসিস্টে দুর্দান্ত হেডে হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ এ উইঙ্গার। এতে চ্যম্পিয়ন্স লীগে রোানলদো হ্যটিট্রিক এখন ৩টি। এর আগে ২০১৩ সালে তুরস্কের ক্লাব গালাতাসরের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। আর চ্যাম্পিয়ন্স লীগে তার প্রথম হ্যাটট্রিক ছিল ২০১২ সাল ডাচ্ ক্লাব আয়াক্সের বিপক্ষে। ইউরোপ সেরার এ লড়াইয়ে সর্বাধিক ৫ হ্যাটট্রিক বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির।
রিয়াল মাদ্রিদের সঙ্গে এদিন স্পেনের অন্য দুই ক্লাবও জয় পেয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারিয়েছে তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারেকে। অ্যাটলেটিকোর হয়ে ১৮ ও ২৫ মিনিটে দু’টি গোলই করেন অ্যান্তনিও গ্রিজম্যান। আর গতবারের ইউরোপা লীগের চ্যাম্পিয়ন সেভিয়া ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানির ক্লাব বরুসিয়া মুনশেনগ্লাডবাচকে।