শাহজালালে দেড় কেজি স্বর্ণ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি ওজনের ১৫০ ভরি স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। স্বর্ণ ছাড়াও আব্দুল মান্নান নামের এই যাত্রীর কাছে ৯২ কার্টুন বিদেশী সিগারেট ছিল। বুধবার রাতে বিমানবন্দরের ২ নম্বর গেট থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তানজিনা আক্তার জানান, স্বর্ণগুলো ট্যাংয়ের কৌটায় লুকানো ছিল। ২ নম্বর গেট থেকে তাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় স্বর্ণসহ সিগারেটগুলো উদ্ধার করা হয়। দুবাই থেকে ইকে-৫৮৪ নম্বর ফ্লাইটে মান্নান শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। স্বর্ণ ও সিগারেটগুলোর আনুমানিক মূল্য হবে ৭০ লাখ টাকা।