লতিফের আসনের উপ নির্বাচন পেছালো
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৫
আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য আসনে (টাঙ্গাইল-৪) উপ নির্বাচন ২৮শে অক্টোবরের পরিবর্তে ১০ই নভেম্বর করা হয়েছে। ইসি সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা ১১ই অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র দাখিলের সুযোগ পাবেন। ১৩ই অক্টোবর হবে যাচাই-বাছাই; ২১শে অক্টোবর পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে। হজ মৌসুম সামনে রেখে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার জন্য তফসিলে এ পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নিজেও এবার সস্ত্রীক হজে গেছেন। বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই পুনঃতফসিল ঘোষণা করা হয়।