সৌদি হাসপাতালে মর্টার হামলায় ২ বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবের একটি হাসপাতালে মর্টার হামলায় কমপক্ষে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। নিহত বাংলাদেশিরা হলেন- টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা হাসপাতালটিতে পরিচ্ছন্ন কর্মী ছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ স্থানীয় সময় সকালে ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের জিজান এলাকার সামতাহ জেনারেল হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে প্রতিমন্ত্রী জানান।