রিয়াজ-নিপুণের ‘নিলাম বৌ’
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫
নিপু আর অপু দুই ভাইবোন। মাকে নিয়ে তাদের সুখের সংসার। মায়ের জন্য দুই সন্তনের ভালবাসার অন্ত নেই। মা-ই তাদের প্রাণ। মায়ের কোন কিছু হলে তারা পাগল হয়ে যায়। নিপুদের সুখের সংসারে হঠাৎই ঝড় আসে। দিশাহারা হয়ে যায় নিপু আর অপু। কোন উপায় না দেখে গোপনে সিদ্ধান্ত নেয় তারা বাড়ি বিক্রি করবে। কারণ বাড়ি বিক্রি না করলে তাদের পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয়। তারা যে সমস্যায় পড়েছে তার একটি মাত্র উপায় ওই পরিমাণ টাকা, যা কেবলমাত্র বাড়ি বিক্রি করলেই পাওয়া সম্ভব। টাকার অঙ্কটা কোটির উপরে বলেই বাধ্য হয়ে তারা বাড়ি নিলামে তোলে। তবে ঘটনাচক্রে বাড়ির সঙ্গে নিপুকেও নিলামে উঠতে হয়। বাড়ির ক্রেতা বাড়ির সঙ্গে নিপুকেও কিনে নিতে চায়। কিন্তু নিপুকে একজন অর্জন করতে চায় ভালবাসা দিয়ে, সে রিয়াজ। এখন কি করবে নিপু? এমন প্রশ্ন ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্ম ‘নিলাম বৌ’-এর গল্প। যেটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এটিএন বাংলার বিশেষ আয়োজনে ঈদের দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে এটি। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ, আশিক মনির, নমিরা, আবদুল্লাহ্ রানা, মাহফুজ, ওয়ালিউল ইসলাম, সিদ্দিক, পিয়াল, কাজী উজ্জ্বল, দুলাল প্রমুখ।