অগ্নিকাণ্ডে সব পুড়লেও অক্ষত আছে পবিত্র কোরআন
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫
পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি বাজার মহিলা মার্কেটে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় মার্কেটের চারটি দোকান আগুন লেগে প্রায় আট লক্ষ টাকার মালামাল পুড়েগেছে।তবে ক্ষতিগ্রস্থ একটি দোকানে থাকা পবিত্র কোরআন শরীফ অলৌকিক ভাবে অক্ষত থেকে যায়। আর এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়।জানা যায়,মার্কেটে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তাজ বিবি, সবিতা রানী, জোৎসনা বেগম ও খুশি বেগমের দোকানের মালামাল পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। স্টেশনারি বিক্রেতা খুশি বেগমের দোকানের সব মালামাল পুড়ে গেলেও বিক্রির জন্য রাখা কোরআন শরিফ অক্ষত থেকে যায়।এমন অলৌকিক কান্ড দেখার জন্য হাজারো নারী-পুরুষ ভীড় করছে ওই দোকানে। –