যাত্রীবাহী বাসে তল্লাশি, ৪ মাদক পাচারকরী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৫
সখীপুর-ঢাকা সড়কে যাত্রীবাহী বাসে মাদক পাচারের খবরে তল্লাশি চালিয়ে চার মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে নয়টায় সখীপুর নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- ঘাটাইল উপজেলার সাগরদিঘী গ্রামের দুলাল হোসেন (৩৮), এরশাদ মিয়া (২৮), সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের মোশাররফ হোসেন (১৮) এবং বেলতলী গ্রামের আনোয়ার হোসেন (২৫)। এ সময় (টাঙ্গাইল-জ ১১-০০৬৭) যাত্রীবাহী বাসটিকেও আটক করেছে পুলিশ।
সখীপুর থানা পুলিশ জানায়, ঢাকা-সখীপুর সড়কে বড় ধরনের একটি মাদকের চালান পাচার হচ্ছে এমন খবরে ওই বাসটিতে তল্লাশি চালিয়ে বস্তায় ভর্তি ২৫ লিটার চোলাইমদ পাওয়া যায়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার মাদক পাচরকারীকে পুলিশ গ্রেপ্তার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, গ্রেপ্তরকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।