অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
ঝিনাইদহে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে পূঁজা বিশ্বাস (১৪) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে ওই উপজেলার নগরপাড়া গ্রামের উজ্বল বিশ্বাসের মেয়ে। শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শৈলকুপা উপজেলায় এই ঘটনা ঘটে। পূঁজা বিশ্বাস শৈলকুপা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান বলেন, পূঁজার পরিবারের পক্ষ থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে মেয়েটির পেটে ব্যথা ছিল। সে ব্যাথ্যা সইতে না পেরে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।