প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক সেকান্দর আলীর কাছে কার্ডটি পৌছে দেন। প্রতিনিধি দলে জনি ছাড়াও আরও ছিলেন, বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ কার্ড পাঠিয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।