সিদ্ধান্ত ছাড়াই শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক শেষ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির বিষয়টিকে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলে জানিয়েন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, শিক্ষকদের সমস্যা শিগগিরই সমাধান হবে। শনিবার রাজধানীর মিন্টো রোডের নিজ বাসায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এবং শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে শিক্ষা প্রসঙ্গ ও বিশ্ববিদ্যালয়েগুলোর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি। শিক্ষকরা যে প্রস্তাব দিয়েছেন সরকার তাতে গুরুত্ব দিয়েছে। শিক্ষকদের সমস্য সমাধানে কমিটি করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির সভাপতি ড. মো. এহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন উপস্থিত ছিলেন। অষ্টম বেতন স্কেলে পদমর্যাদা অবনমনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে কর্মবিরতিসহ অন্যান্য কর্মসূচি পালন করছিলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিদেশ সফর শেষে শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে সমাধানের লক্ষ্যে বৈঠকে বসলেন তারা।