মামলার ভয়ে হাসপাতাল থেকে পলায়ন, অতপর নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামে সংঘর্ষে আহত আব্দুস সালাম নামে এক বৃদ্ধের লাশ খোয়াই নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন সদর উপজেলার গোবিন্দপুরের দক্ষিণ দিকে খোয়াই নদীর স্লুইচ গেটে তার মৃত দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেব পুলিশ নিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। পুলিশ জানায়, মৃত ব্যক্তি লস্করপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। গত সোমবার বিকালে, ওই গ্রামের হাসান আলী ও ইসলাম উদ্দিনের লোকজনের মাঝে পৈত্রিক জমির বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় আরজু মিয়ার পুত্র মাসুক মিয়া (৩৫) ও মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুস সালাম (৬০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মাসুক মিয়া (৩৫) মারা যায়। ওই ঘটনায় আহত আব্দুস সালাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে গ্রেপ্তার আতঙ্কে অনেক রোগী হাসপাতাল থেকে পালিয়ে যায়। শুক্রবার সকালে সালামও গ্রেপ্তার আতঙ্কে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক নারী জানান, তারা ওই সময় নদীতে গোসল করতে গেলে দেখেন নদী পারাপারের সময় মধ্যখানে গেলে তাকে আর দেখা যায়নি। অপরদিকে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, মামলার ভয়ে হাসপাতাল থেকে সে পালিয়ে গেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না।