কলকাতায় পুরস্কার পেলেন মুন্না
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
বিনোদন প্রতিনিধি,
সম্প্রতি কলকাতার জ্ঞান মঞ্চতে বেশ জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমবঙ্গের যুবা সংস্কৃতি নিয়ে একমাত্র পুরস্কারের অনুষ্ঠান ৫ম বেঙ্গল ইয়ুথ পুরস্কার ২০১৫। এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য আনন্দদিন ও পরিনিতা ম্যাগাজিনের প্রধান সম্পাদক বাশারুল ইসলাম মুন্নাকে সেরা সম্পাদক হিসেবে সম্মানিত করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সংগঠনের সিইও রঞ্জিত ব্যানার্জির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বাশারুল মুন্না। টেলিভিশন, সিনেমা, মিউজিকসহ বিভিন্ন বিভাগে যুব তারকাদের এ সম্মান দেয়া হয়।
উল্লেখ্য, বাশারুল ইসলাম মুন্না ১৯৯৭ সালে সাপ্তাহিক দিকদিগন্ত পত্রিকা দিয়ে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন। এরপর দৈনিক দেশবাংলা, দৈনিক শ্যামবাজার, আজকের কাগজ, দিনকাল, মুক্তকণ্ঠ পত্রিকায় কাজ করেন। ২০০৫ সালে তারা মিউজিকে বাংলাদেশের প্রধান হিসেবে কাজ শুরু করেন। এরপরে সংগীত বাংলা ও এনি বাংলাতে কাজ করেন। ২০০৪ সাল থেকে নিজের সম্পাদনায় আনন্দদিন ম্যাগাজিন বাংলাদেশে প্রকাশ করেন। পরবর্তীকালে আনন্দদিন ম্যাগাজিন ২০১৪ সালে কলকাতার লোকাল ম্যাগাজিন হিসেবে প্রকাশিত হলে মুন্না প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে আনন্দদিন একমাত্র ম্যাগাজিন যে কলকাতার সিনে মহল নিয়ে কাজ করে চলেছেন। পাশাপাশি কলকাতা থেকে প্রকাশিত লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন পরিনিতার সম্পাদনা করছেন বাংলাদেশের তরুণ এ সাংবাদিক। উল্লেখ্য, বাশারুল ইসলাম মুন্না বাংলাদেশের একমাত্র সাংবাদিক যিনি কলকাতার নিয়মিত প্রকাশিত ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করছেন। পুরস্কার পেয়ে বাশারুল ইসলাম মুন্না কলকাতার সিনে জগতের সব মানুষকে ধন্যবাদ জানান, যারা তর প্রতি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।