২-০ গোলে জয় চেলসির
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫
ম্যাচের ৫৩ মিনিটে ডিফেন্ডার কার্ট জুমার গোলে এগিয়ে যায় চেলসি। আর ৭৫ মিনিটে স্বদেশী তারকা সেস ফেব্রিগাসকে ফাউলের দায়ে সরাসরি লালকার্ড দেখেন আর্সেনালের স্প্যনিয়ার্ড প্লে মেকার সান্তি কাজোরলা। আর শেষ পর্যন্ত পরিষ্কার ব্যবধানের হারই দেখলো সফরকারী আর্সেনাল। ম্যাচের শেষ দিকে চেলসির দ্বিতীয় গোল আদায় করেন বেলজিক ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড। ইংরিশ প্রিমিয়ার লীগের গরম ম্যাচে প্রথমার্ধের শেষ মিনিটে লাল কার্ড দেখেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল। চেলসি স্ট্রাইকার দিয়েগো কস্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আর্সেনালের এ ডিফেন্ডার। ম্যাচের প্রথমার্ধ শেষে ছিল ০-০ সমতা। এক সপ্তাহে দ্বিতীয়বারের মতো ম্যাচের অর্ধেকটা ১০ নিয়ে খেলতে দেখা গেল আর্সেনালকে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ ম্যাচে দিনামো জাগরেবের বিপক্ষে লাল কার্ডের ধকলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে লড়াই করে গানাররা। ওই ম্যাচে তারা হেরে যায় ২-১ গোলে। আর্সেনালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক জন টেরিকে একাদশে রাখলেন না চেলসি কোচ হোসে মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লীগে লন্ডন ডার্বিতে চেলসির আর্মব্যান্ড পেয়েছেন সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিসøাভ ইভানোভিচ । প্রিমিয়ার লীগে নিজেদের স্ট্যামফোর্ড ব্রিজ মাঠে আর্সেনালকে মোকাবিলা করছে চেলসি। খেলা দেখাচ্ছে স্টার স্পোর্টস-২।