হাজীদের আরও ১ দিন সৌদি আরবে অবস্থান করতে হবে
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫
সৌদি আরবের মক্কায় পবিত্র হজব্রত পালন শেষে হাজীদের আরও একদিন দেশটিতে অবস্থান করতে হবে। কারণ, ইসলামী ক্যালেন্ডার বা দিন-পঞ্জিকার দ্বাদশ ও শেষ মাস দুল আল-হিজ্জাহ ১৪ই সেপ্টেম্বর সোমবারের পরিবর্তে ১৫ই সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হয়েছে। পবিত্র হজ শুরু হচ্ছে আগামী ২২শে সেপ্টেম্বর অর্থাৎ, মঙ্গলবার। ফলে, হজ শেষে হাজীদের আরও একদিন সৌদি আরবে অবস্থান করতে হবে। ২৬শে সেপ্টেম্বরের পরিবর্তে ২৭শে সেপ্টেম্বরের ফ্লাইটে তারা নিজ নিজ দেশের উদ্দেশে বিমানে সৌদি আরব ছাড়বেন। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গ্যাজেট। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষের উদ্দেশে এ সিদ্ধান্ত কার্যকরে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, এয়ারলাইনগুলোকে তাদের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে হবে। হাজীদের দলগুলোকেও নতুন সময়সূচি অনুসরণ করতে হবে।