মেয়েকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, বাবা গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫
ভারতের ত্রিপুরায় নিজের শিশু কন্যাকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার অভিযোগে পাষণ্ড এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম পুটিয়ার বাসিন্দা আব্দুল হোসেন (৩০) দুই কন্যার জনক। কন্যা সন্তান জন্ম দেয়ার জন্য আব্দুল সবসময় তার স্ত্রী ছতনা বেগমকে গালমন্দ করতেন। নিজের মেয়েদের মেরে ফেলার কথাও বলতেন আব্দুল।
শুক্রবার ছতনা কাজে বের হলে আব্দুল মাতাল অবস্থায় তাদের বড় মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রোকসানা খাতুনকে হত্যার চেষ্টা করেন। আব্দুল রোকসানার হাত ও মুখ বেঁধে তাকে বাড়ির পেছনে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করে।
বাড়ি এসে মেয়েকে দেখতে না পেয়ে ছতনার মনে সন্দেহ হয়। তিনি মেয়েকে খুঁজতে শুরু করেন। প্রতিবেশীরাও তার সহযোগিতায় এগিয়ে আসে।
এক পর্যায়ে বাড়ির পেছন দিকে প্রায় গলা পর্যন্ত মাটিতে পোঁতা অবস্থায় রোকসানাকে খুঁজে পাওয়া যায়। তার মাথা একটি বাঁশের ঝুড়ি দিয়ে ঢাকা ছিল।
পুলিশ আব্দুলকে গ্রেপ্তার করে কালামচুরা থানায় নিয়ে গেছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
রোকসানা জানায়, তার বাবা তাকে প্রতিদিন নানা ভাবে অত্যাচার করে। এদিন ঘরে পানি ফেলার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়।