রাজধানীতে গলা কেটে ও গুলি করে যুবককে হত্যা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫
স্টাফ রিপোর্টার :
রাজধানীর কদমতলীতে এক যুবককে গলা কেটে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মো. সোহেল (২২) নামে ওই যুবককে কদমতলীর একটি বাসার ছাদে নিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার বিকেলে ওই এলাকার ৬৭৪নং ঋিষিপাড়ার একটি বাসার এক তলার ছাদে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোহেলের বাবার নাম মো. জাহাঙ্গীর। তিনি মুদি দোকানি। তাদের বর্তমান ঠিকানা কদমতলীর পোকারবাজারে। এছাড়া গ্রামের বাড়ি চাঁদপুর জেলার উত্তর মতলবে।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ওই যুবকের মাথায় গুলি ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের নাম পেয়েছি। দ্রুতই তাদের ধরা হবে। তবে তদন্তের স্বার্থে ও তাদের আটকের জন্য নাম-পরিচয় বলা যাচ্ছে না।
তিনি জানান, তবে খুনিরা এই এলাকারই। এছাড়া ওই যুবক কিছু দিন আগে জেল থেকে বেরিয়েছে।
বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার স্যালিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) নেওয়া হয়েছে।