স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’: পল্লী চিকিৎসক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরজব্বর ইউনিয়নের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক শহিদুল ইসলাম শহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় জাহাজমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত চিকিৎসক শহিদুল ইসলাম শহিদ (৪২) জাহাজমারা গ্রামের কাজল ব্যাপারীর ছেলে। ছাঁউয়াখালী বাজারের তার একটি ফার্মেসী রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ২টার দিকে স্থানীয় জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছাঁউয়াখালী বাজারের শহিদের ফার্মেসীতে তার মায়ের জন্য ঔষধ আনতে যায়। এ সময় পল্লী চিকিৎসক শহিদ ভিকটিমকে কৌশলে ফার্মেসীর ভিতরে নিয়ে ধর্ষণ করে।
পরে ঘটনাটি বাজারের লোকজন টের করতে পেরে তার ফার্মেসীতে তালা ঝুলিয়ে দিয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবগত করে। রোববার বিকালে ভিকটিমের ভাই বাদী হয়ে চরজব্বর থানায় একটি মামলা দায়ের করে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে শহিদুল ইসলাম শহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।