উগ্রপন্থীদের ওপর গুপ্তচরবৃত্তি করতে মুসলিমদের অর্থ দিচ্ছে যুক্তরাজ্যের এমআই৫
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০১৫
যুক্তরাজ্যজুড়ে উগ্রপন্থীদের ওপর গুপ্তচরবৃত্ত চালাতে মুসলিমদের অর্থ দিচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। তবে ঘরে জন্ম নেয়া বিভিন্ন চরমপন্থীদের সম্ভাব্য হামলা মোকাবেলা করতেই এ পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে গোয়েন্দা সংস্থাটি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। পত্রিকাটির খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসরত মুসলিমদের সংক্ষিপ্ত মেয়াদের বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে নিয়োগ দেয়া হয়েছে। এদের কাজ পর্যবেক্ষন করা ও তথ্য সরবরাহ করা। অনেক সময় নির্দিষ্ট কোনো ব্যাক্তিবিশেষ বা সংগঠনের বিষয়েও তথ্য জোগাড়ের কাজ দেয়া হয় স্বল্পমেয়াদী মুসলিম গুপ্তচরদের। একটি সূত্র জানিয়েছে, এক তথ্যদাতাকে সম্প্রতি ২ হাজার পাউন্ড দিয়েছে বৃটিশ সিক্রেট সার্ভিস। তার কাজ ছিল ৬ সপ্তাহ ধরে একটি মসজিদের কর্মকান্ডের ওপর গুপ্তচরবৃত্তি করা। তবে অর্থের বিনিময়ে এ ধরণের সাময়িক গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে অনেকে সতর্ক করে দিয়েছেন। বিরোধীদের যুক্তি, অনেকক্ষেত্রে অর্থ পাবার জন্য ভুল তথ্যও সরবরাহ করতে পারে তথ্যদাতারা।