আন্দোলনে সময়মতো ডাক দেয়া হবে
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫
নীলফামারী: আবারও আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের প্রস্তত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সময়মতো ডাক দেয়া হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছার জবাবে এ কথা বলেন তিনি।
এরআগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন।
পরে মির্জা ফখরুল সবার কাছে দোয়া কামনা করেন ও দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান। সবশেষে মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
কারাভোগ ও বিদেশে চিকিৎসা শেষে দীর্ঘ ৬ মাস পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাওয়ার উদ্দেশে ঢাকা থেকে সৈয়দপুর আসেন মির্জা ফখরুল।
এদিকে, মির্জা ফখরুল বিমানবন্দরে নামার পর তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মীদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।