এজেকুয়েলকে দেখতে হাসপাতালে তেভেজ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৫
গত শনিবার ঘরোয়া লিগের ম্যাচে মুখোমুখি হয় বোকা জুনিয়র্স ও আর্জেন্টিনা জুনিয়র্স। ঐ ম্যাচে বোকা জুনিয়র্সের কালোর্স তেভেজের মারাত্মক ট্যাকেলে পা ভেঙ্গে যায় আর্জেন্টিনা জুনিয়র্সের মিডফিল্ডার এজেকুয়েল হামের। তাই হাসপাতালে এজেকুয়েলকে দেখতে গিয়েছেন তেভেজ। দেখতে গিয়ে এজেকুয়েলের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।
ঘরোয়া লিগের ঐ ম্যাচে তেভেজের জোড়া গোলে ৩-১ ব্যবধানে বোকা জুনিয়র্স হারায় আর্জেন্টিনা জুনিয়র্সকে। ম্যাচের ৭৮ মিনিটেই ঘটে তেভেজ ও হামের সংঘর্ষের ঘটনা। সতীর্থদের কাছ থেকে পাওয়া বল হাম নিয়ন্ত্রনে নেয়ার পরই তাকে ট্যাকেল করে বসেন তেভেজ। তাতে ডান পায়ে ব্যাথা পান হাম। ঐ সময়ই আহত হয়ে মাঠ ছাড়েন তিনি।
পরে জানা যায়, হামের পা ভেঙ্গে গেছে। এমন খবর পেয়ে খুবই হতাশ হন তেভেজ। এজন্য দুঃখপ্রকাশও করেন তিনি, ‘আমি হামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। এভাবে ট্যাকল করা আমার উচিত হয়নি।’
তবে হামকে দেখতে আজ হাসপাতালে ছুটে গিয়েছেন তেভেজ। সেখানে দীর্ঘক্ষণ হামের সাথে কথা বলেন তিনি। একসময় হামের সাথে বেশ কিছু ছবিও তুলেন তেভেজ। হামের সাথে দেখা শেষে হাসপাতাল থেকে বের হয়ে তেভেজ বলেন, ‘এই ঘটনার জন্য তার সামনে দুঃখ প্রকাশ করেছি আমি। আশা করছি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে।’