বিশ্বে সাত লাখ নারী কারাবন্দী
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
বিশ্বে কারাগারগুলোতে সাত লাখেরও বেশি নারী ও কিশোরী বন্দি রয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে বিবিসি জানিয়েছে। ২০০০ সাল থেকে বিশ্বের কারাগারগুলোতে নারী ও কিশোরীদের সংখ্যা পুরুষ বন্দিদের তুলনায় ৫০ শতাংশ বেড়েছে।
লন্ডনভিত্তিক ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চ বিশ্বের ২১৯ দেশের ওপর গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্বে কারাবন্দি নারী ও কিশোরীর মোট সংখ্যার অর্ধেকই রয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া এই তিনটি দেশে। লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের সহ-পরিচালক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, সমাজের সবচে দুর্বল অংশ হচ্ছে নারী ও কিশোরী। আর এজন্যেই তারা খুব সহজে অপরাধ এবং শোষণের শিকার।
তবে প্রকাশিত সংখ্যা থেকে আরো অনেক বেশি সংখ্যক নারী ও কিশোরী কারাবন্দি রয়েছে। কারণ গবেষকরা বলছেন, বেশ কয়েকটি দেশ কারাবন্দি নারী ও কিশোরীদের পরিসংখ্যান সম্পর্কিত কোনো তথ্য দেয়নি। আর চীনের দেয়া তথ্য-পরিসংখ্যান অসম্পূর্ণ। আফ্রিকার দেশগুলোতে কারাবন্দি নারী-কিশোরীর সংখ্যা সবচে কম হলেও এল সালভাদর, ব্রাজিল, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়ায় স্পষ্টতই বন্দিত্বের হার বাড়ছে।