চীনে পাঁচ পুলিশকে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
চীনের একটি কয়লা খনি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের ছুরিকাঘাতে অন্তত পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ২৪ জনেরও বেশি আহত হয়েছে। শুক্রবার আকসু এলাকার সোগান কয়লা খনিতে এ ঘটনা ঘটে বলে বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, শুক্রবার সোগান কয়লা খনিতে হামলা চালিয়ে পাঁচ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে এক দল হামলাকারী। হামলার এ ঘটনা পূর্ব পরিকল্পিত এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে এটি করা হয়েছে। এ ঘটনার জন্য উইঘুরদের দায়ি করা হয়েছে। তবে এ ব্যাপারে চীনা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত জুনে কাশগড়ের ওল্ড সিল্ক রোড শহরে উইঘুর সম্প্রদায়ের ছুরি ও বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়।