সচিব হলেন তিনজন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
জনপ্রশাসনের তিন জন ভারপ্রাপ্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এরা হলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব কানিজ ফাতেমা, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য পরিক্ষিত্ দত্ত চৌধুরী এবং ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শাহ কামাল।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই তিন কর্মকর্তাকে সচিব হিসাবে পদোন্নতি দিয়ে প্রথমে ওএসডি করলেও আলাদা আদেশে তাদের আগের দফতরেই পদায়ন করা হয়েছে। এই তিন কর্মকর্তাকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।