‘তারেকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যুক্তিসঙ্গত নয়’
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন দেয়া যুক্তিযুক্ত হয়নি। আমরা এই প্রক্রিয়ার বিরোধিতা করে নিন্দা জানাচ্ছি। বুধবার দুপুরে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, হয়রানির জন্যই সরকার তারেকের বিরুদ্ধেমামলার ব্যবস্থা করেছে। তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা তিনি নিজে থেকে কিছু বলেননি।
তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বাপর পরিস্থিতির ওপর প্রকাশিত বিভিন্ন নিবন্ধ, পুস্তক ও রেফারেন্স দিয়ে বক্তব্য রেখেছিলেন। এর জন্য যদি মামলা হয় ও সেডিশন চার্জ গঠন হয়, তবে ঐসব নিবন্ধ ও পুস্তকের লেখকের বিরুদ্ধেই হওয়া বাঞ্ছনীয় ছিল।
গত ১৯ অক্টোবর দণ্ডবিধির ১২৩ এর (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধাচারণের অভিযোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক মুখ্য মহানগর হাকিম আদালতে তারেকের বিরুদ্ধে এই মামলা করেন।