মাত্র নয় মিনিটে পাঁচ গোল!
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
মাত্র নয় মিনিটেই প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দিয়েছেন লেওয়ানডস্কি। বুন্দেসলিগায় ভলফসবুর্গের বিপক্ষে ৫১ থেকে ৬০, মাত্র ৯ মিনিটে একাই পাঁচ গোল করেছেন বায়ার্নের এই পোলিশ ফরোয়ার্ড! হ্যাটট্রিক করেছেন চার মিনিটে।
নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২৬ মিনিটে পিছিয়ে পড়ে বায়ার্ন। ভলফসবুর্গকে ১-০ গোলে এগিয়ে দেন ড্যানিয়েল কালিগিউরি। এগিয়ে থাকার স্বস্তি নিয়েই দ্বিতীয়ার্ধে মাঠে নামে অতিথিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই থিয়াগো আলকাতারার বদলি হিসেবে লেওয়ানডস্কিকে মাঠে নামান গার্দিওলা। পোল্যান্ডের এই ফরোয়ার্ড মাঠে নামার পরই পাল্টে যায় খেলার চিত্র। দুমডে-মুচড়ে যায় ভলফসবুর্গের জয়ের স্বপ্ন।
মাঠে নামার ষষ্ঠ মিনিটে নিজের প্রথম গোলটি করেন লেওয়ানডস্কি। ম্যাচের ৫১ মিনিটে বক্সের ভেতর টমাস মুলারের পাস পেয়ে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে দেন তিনি। পরের মিনিটেই নিজের দ্বিতীয় গোলটি করেন লেওয়ানডস্কি। ডি বক্সের বাইরে থেকে জোরালো এক শটে লক্ষ্যভেদ করেন এই পোলিশ ফরোয়ার্ড। হ্যাটট্রিকের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লেভানডফস্কিকে। মাত্র ৩ মিনিট ২২ সেকেন্ডের মধ্যে নিজের তৃতীয় গোলটি পেয়ে যান বায়ার্ন ফরোয়ার্ড। তার গোলটিও ছিল চমৎকার। তার প্রথম শট বারে লেগে ফিরে আসে আর দ্বিতীয় শট ফিরিয়ে দেন গোলরক্ষক। তবে তৃতীয় শটে বল সোজা চলে যায় জালে।
চার মিনিটেই হ্যাটট্রিক করে মিখায়েল টোয়েননিয়সের ২৪ বছরের অক্ষত রেকর্ড ভেঙে বুন্দেসলিগায় দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড গড়েন তিনি। এরপর ৫৭ মিনিটে ডগলাস কস্তার দারুণ এক ক্রস থেকে জোরালো শটে নিজের চতুর্থ গোলটি করেন লেওয়ানডস্কি। আর ৬০ মিনিটে ম্যাচে পঞ্চমবারের মতো ভলফসবুর্গের জালে বল জড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত আর এক গোল করতে পারলে ৩২ বছরের আরেকটি অক্ষত রেকর্ডেও ভাগ বসাতেন লেওয়ানডস্কি।
বুন্দেসলিগায় এক ম্যাচে একজন খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোলের রেকর্ড ডিটের মুলারের। ১৯৭৭ সালে ওয়েরদার ব্রিমেনের বিপক্ষে ৭-২ গোলে জেতা ম্যাচে ৬ গোল করেছিলেন তিনি কোলনের হয়ে।