পাক-ভারত সিরিজের আশা ছেড়ে দিয়েছে পিসিবি
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
বহুল প্রতিক্ষীত ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজের জন্য দীর্ঘদিন ধরেই পাকিস্তান তার চির প্রতিদ্বন্দ্বীদের অনুরোধ জানিয়ে আসছিল। আসন্ন ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে সিরিজ আয়োজনের ব্যাপারে পাকিস্তান ভেন্যুও নির্ধারিত করেছিল। কিন্তু বেশ কয়েকবার তাগাদা দিয়েও ভারতের কাছ থেকে কোন ইতিবাচক সাড়া না পেয়ে অবশেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান শাহরিয়ার খান জানিয়ে দিয়েছেন এ ব্যপারে আর কোন আলোচনায় যাবে না পাকিস্তান।
শাহরিয়ার খান বলেছেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে যথেষ্ট হয়েছে, আর না। বল এখন তাদের কোর্টে, এখন তারা সিদ্ধান্ত নিয়ে সিরিজের ভবিষ্যত সম্পর্কে আমাদেরকে অবগত করবে। আমি আর সিরিজের ব্যপারে কোন কথা বলবো না। আমার শঙ্কা হচ্ছে যে চিঠিটি আমরা ভারতীয় বোর্ডকে পাঠিয়েছিলাম সেটা হয়ত এখনো তাদের সরকারের কাছে পৌঁছায়নি। এতদিন পর্যন্ত সিরিজ আয়োজনে আশাবাদী থাকলেও শাহরিয়ার খানের এই কঠিন বক্তব্যে দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিতে পারে বলেই সংশ্লিষ্টদের মত। শাহরিয়ার খান আরো বলেছেন, দুই বোর্ডের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরের মধ্য দিয়েই সিরিজ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান এখনো স্পষ্ট যে ক্রিকেট ও রাজনীতি একসাথে চলতে পারেনা, দুটোকে মিলিয়ে ফেলার কোন অবকাশ নেই। অতীতে দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েন ছিল, কিন্তু এখনো দেশ দুটি ক্রিকেট খেলছে। অথচ ২০০৭ সালের পর থেকে ভারত আমাদের সাথে কোন টেস্ট ম্যাচ খেলেনি। আমরা এখন আর তাদেরকে এ ব্যপারে কোন তাগাদা দিবনা। দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব অনুধাবনে পুনরায় তা চালু করার দায়িত্ব এখন তাদের।