‘খালেদা জিয়ার হুংকার এবারও কাগজেই রয়ে যাবে’
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘ঈদের পর সরকার পতনের আন্দোলন, বেগম খালেদা জিয়ার এমন হুংকার কোনো দিন বাস্তবে রূপ নেবে না।’
বুধবার দুপুর দুইটায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়া ঈদের পর সরকার পতনের আন্দোলনের যে ডাক তিনি দিয়েছেন তাতে আমাদের ভাবতে হবে এ নিয়ে কতবার তিনি ডাক দিলেন। প্রতিবারই তিনি ঈদের পর সরকার পতনের আন্দোলনের ডাক দেন কিন্তু সে ঈদ আর আসে না। এবারও তার সেই হুংকারের ডাক কাগজেই রয়ে যাবে।’