হাতিরঝিলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৫
রাজধানীর হাতিরঝিল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) মো. আবু ইউসুফ জানিয়েছেন, হাতিরঝিলের জলাশয়ে লাশটি ভাসতে দেখে জনতা তাকে খবর দেয়।
তিনি আরো জানান, নিহতদের গায়ে সবুজ টি-শাট ও ট্রাউজার রয়েছে। তার শরীরে কোনোর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাকে রক্ত দেখা গেছে।
লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।