পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট মেধাবৃত্তি
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৫
মৌলভীবাজার প্রতিনিধি,
“পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০১৫” কমলগঞ্জ মৌলভীবাজার, গত ২৩-০৯-২০১৫ তারিখ রোজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকার সময় পতন ঊষার উচ্চ বিদ্যালয়ে এক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে পতন ঊষার,শান্তকুল ও আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের ২৩৫ জন শিক্ষারথীরা । উক্ত পরীক্ষা পরিদর্শন করেন পতন ঊষার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম আহমদ চৌধুরী,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হান্নান চিনু এবং শিক্ষক জমসেদ আলী ও শওকত প্রমুখ। পরীক্ষা পরিচালনাকারী:১।মো: জাকির আহমদ ২।মো: মিছবাহুর রহমান ৩।আলী রাজু আবু সুন্নাহ ৪।আশরাফুল আলম ৫। জসিম আহমদ ৬। ইসতিয়াক আহমদ ৭।খালেদুর রহমান ৮। মালিক ৯।পারভেজ ১০।সাইফুর ১১।ইমন ১২।জিল্লুল ১৩। সাকের ১৪।আব্দুললাহ ১৫। বাপ্পি।