মিনা ট্রাজেডি: ভারত-পাকিস্তানের ৫৮ হাজি নিহত
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫
পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে ভারত ও পাকিস্তানের নিহত হাজির সংখ্যা ৫৮ তে গিয়ে দাঁড়িয়েছে। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা নিহত হাজিদের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার মিনায় হজের অন্যতম অনুষঙ্গ শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়ে মর্মান্তিক এই পদদলনের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মিনায় পদদলিত হয়ে ৩৫ জন নিহত হয়েছেন। আর পাকিস্তানের তরফে জানানো হয়, সেদেশের নিহতের সংখ্যা ১৮ জন। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় থেকে নিহত এই ১৮ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্থানীয় একটি টিভি চ্যানেলে ২৩ পাকিস্তানি নিহত হওয়ার খবর জানানো হয়।
গত ২৫ বছরের মধ্যে হজ পালন করতে গিয়ে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে গত ১১ সেপ্টেম্বর মসজিদুল হারামের সম্প্রসারণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে ১০৯ জন নিহত হন।