আল-আকসা মসজিদ কম্পাউন্ডে নতুন করে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫
জেরুজালেমে আল আকসা মসজিদ কম্পাউন্ডে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে এই সংঘর্ষ হয়।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সামনের সপ্তাহে ইহুদিদের সুক্কোত ছুটি উদযাপনের সময় একে কেন্দ্র করে আরো সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।
এক দিন আগের ঐ সংঘর্ষের পর মসজিদ কম্পাউন্ডে পুলিশ মোতায়েন করা হয়েছে। ইহুদীদের কাছে আল-আকসা মসজিদ টেম্পেল মাউন্ট হিসেবে পরিচিত।
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা। ইহুদীদের কাছেও একটি একটি পবিত্র স্থান।
ইহুদীদের এই মসজিদে ঢোকার অনুমতি রয়েছে। তবে উত্তেজনা এড়াতে তাদের প্রার্থনা করার অনুমতি নেই।