পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫
পাকিস্তান নারী দলের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে সোমবার ঢাকা ছেড়েছে সালমা খাতুনের দল। সোমবার বেলা ১টা ৩৫ মিনিটে ইকে-২৬৭ ফ্লাইটে করাচির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সালমারা।
পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ অ্যান্ড ক্লাব মাঠে। আট দিনের সফর শেষে আগামী ছয় অক্টোবর দেশে ফিরবেন সালমা-জাহানারারা। সোমবার দেশ ছাড়ার আগে নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, “পাকিস্তান সফর নিয়ে প্রথমে ভয় ছিল। তবে এখন সেই ভয় কেটে গেছে। অবশ্যই সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো।”
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার ছয় বছর পর চলতি বছর প্রথম আন্তর্জাতিক দল হিসেবে জিম্বাবুয়ে পাকিস্তানে সফর করে। কোনো অঘটন ছাড়াই জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফর শেষ করে। এরপরই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে আমন্ত্রণ জানায় পিসিবি। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বিসিবি নিরাপত্তা পরিদর্শক দল পাকিস্তানে পাঠায়। তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত দেয়।
বাংলাদেশ নারী ক্রিকেট দল : সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিঙ্কি, রুমানা আহমেদ, লতা মন্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজা তুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।অপেক্ষমান: সানজিদা ইসলাম, সুমনা আক্তার।