শান্তিরক্ষা মিশনে আরো ৪০ হাজার সেনা পাঠানোর প্রতিশ্রুতি
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫
জাতিসংঘের চলমান শান্তিরক্ষা মিশনগুলোতে নতুনকরে আরো ৪০ হাজার শান্তিরক্ষী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটির ৫০টিরও বেশি সদস্য দেশ।
সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ তথ্য জানিয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন নিয়ে বিশ্ব নেতাদের বৈঠকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ওবামা।
শান্তিরক্ষা নিয়ে শীর্ষ বৈঠকটিতে নতুন মিশনের প্রয়োজনে দ্রুততার সাথে শান্তিরক্ষী মোতায়েনে শান্তিরক্ষা মিশনের আকার ও সামর্থ্য বৃদ্ধির বিষয়টি আলোচিত হয়। এ নিয়ে ওবামা বলেন, ‘প্রতিটি নতুন মিশনকে আগেরটির চেয়ে অধিক সুসংগঠিত ও কার্যকরী করা আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
সেনা পাঠানোর পাশাপাশি রাস্তার মধ্যে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করা ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় রসদ, হেলিকপ্টার এবং মেডিকেল ইউনিট পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছে দেশগুলো।