সমুদ্রসীমা নিরাপত্তা সহযোগিতা দৃঢ় করছে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫
পঞ্চম ক্যারাট বাংলাদেশ এর মাধ্যমে সমুদ্রসীমা নিরাপত্তা সহযোগিতা দৃঢ় করছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনী। যুক্তরাষ্ট্র নৌবাহিনী, যুক্তরাষ্ট্র মেরিন কোর ও বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় ৩০ সেপ্টেম্বর থেকে নৌবাহিনী ঘাটি ইসা খাঁতে ক্যারাটের উদ্বোধন করা হবে।
৫ম বার্ষিকী কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেইনিং (ক্যারাট) বাংলাদেশ অনুশীলন ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
রিয়ার অ্যাডমিরাল চার্লি উইলিয়ামস বলেছেন, বাংলাদেশ নৌবাহিনীর সাথে আমাদের অংশীদারিত্ব পূর্ণতা ও বৃদ্ধি পাচ্ছে আমাদের নিয়মিত কার্যক্রম এবং দৃঢ় সম্পর্কের ভিত্তিতে যা আমরা অংশীদার হিসেবে সম্প্রসারিত করেছি। এই সম্পর্ক ক্যারাটকে বিশ্বাসযোগ্য করবে যা দক্ষতা, জ্ঞান বৃদ্ধি এবং এই গুরুত্বপূর্ণ অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা চর্চায় সহায়তা করবে।
২০১১ সালে শুরু হওয়া ক্যারাট বাংলাদেশ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিচালিত হচ্ছ। এবারই প্রথমবারের মতো সমুদ্রতীর নিরাপত্তায় যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীর সাথে অনুশীলনে অংশ নিচ্ছে।
ক্যারাট বাংলাদেশের পর ক্যারাট ২০১৫ শেষ পর্ব অনুষ্ঠিত হবে নভেম্বরে ব্রুনেই ও কম্বোডিয়ায়।