আশা ভোঁসলের ছেলে হেমন্ত মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫
আশা ভোঁসলের ছেলে হেমন্ত ভোঁসলে মারা গেছেন। সোমবার স্কটল্যান্ডে তার মৃত্যু হয়। দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সুরকার হিসাবে মরাঠি চলচ্চিত্র জগতে নিজের যায়গা করে নিয়েছিলেন তিনি। তার সুরে আশার গাওয়া জনপ্রিয় গান ‘ইয়ে ক্যায়সি প্রিয়া’, ‘শারদ সুন্দর’। এছাড়াও বলিউডেও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কাজ করেছেন হেমন্ত।
তার মৃত্যুর সময় সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে ছিলেন মা আশা ভোঁসলে। পারফরম্যান্স শেষ করার পরই আশাকে হেমন্তের মৃত্যুর খবর দেওয়া হয়। ২০১২-তে আশা হারিয়েছেন তার মেয়ে বর্ষা ভোঁসলেকে। মুম্বইয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। দীর্ঘদিন থেকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।