আবারো জুটি বাঁধছেন দেব-শুভশ্রী
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫
টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী আবারো জুটি বাঁধতে যাচ্ছেন। চার বছর পর কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’ ছবিতে দেখা যাবে তাদের।
একসঙ্গে অনেকগুলো সুপারহিট ছবি উপহার দিয়েছেন দেব-শুভশ্রী জুটি। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে মান-অভিমান ও ঝগড়া হয়। এরপর থেকে আর একসঙ্গে কাজ করেননি তারা।
ছবিতে অভিনয় করা নিয়ে শুভশ্রী কলকাতার পত্রিকা আনন্দবাজারকে জানিয়েছেন, গল্পটা দুর্দান্ত। এত ভাল স্ক্রিপ্ট আমি খুব কম পড়েছি। কৌশিকদার সঙ্গে কাজ করাটা স্বপ্নের। আর দেবের সঙ্গে কোনও ঝামেলা নেই আমার। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষ পাল্টায়। দুইজনে মন দিয়ে শুধু ছবিটা করতে চাই।
দেব জানিয়েছেন, ছবির পরিচালক কৌশিকদা এবং রানা সরকার দু’জনেরই মনে হয়েছে এই রোলটার জন্য শুভশ্রী সবচেয়ে উপযুক্ত। ওরা আমাকে জিজ্ঞেস করে আমার কোনো অসুবিধা আছে কি না। আমি সঙ্গে সঙ্গেই জানাই, আই হ্যাভ নো প্রবলেমস।
শুভশ্রীর সঙ্গে দেব সর্বশেষ অভিনয় করেছিলেন ‘খোকা ৪২০’ ছবিতে।