৭০ বছর বয়সে বিয়ের পিড়িতে গুগল সিইওর শ্বশুর
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫
ভারতের নাগরিক সুন্দর পিচাই গুগলের সিইও হয়ে কিছুদিন আগেই সংবাদমাধ্যমের আলোচনায় এসেছিলেন। নিঃসন্দেহে মেধার জোরেই শীর্ষ প্রতিষ্ঠানের শীর্ষ স্থানে যায়গা করে নিয়েছেন। তবে এবার ফের খবরে এলেন তিনি তার ৭০ বছরের শ্বশুরের সৌজন্যে।
৭০ বছর বয়সী ওলারাম ফের নতুন করে ঘর বেঁধেছেন। বিয়ে করেছেন মাধুরী শর্মা (৬৫) নামে একজনকে। এই ওলারামের মেয়ে অঞ্জলির সঙ্গেই বিয়ে হয়েছে সুন্দর পিচাইয়ের।
গত ২৩ সেপ্টেম্বর পারিবারিক রীতি মেনে কোটার সরকারি পলিটেকনিক কলেজের অবসরপ্রাপ্ত কর্মী ওলারাম মুম্বাইয়েই বিয়ে সেরেছেন। বেশ কিছুদিন আগে তার স্ত্রী মারা যান। যাকে বিয়ে করেছেন, সেই মাধুরী দেবীরও স্বামী মারা গিয়েছেন।
এত বেশি বয়সে হঠাৎ কেন বিয়ের সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নে ওলারাম জানিয়েছেন, প্রত্যেকেরই নিজের ইচ্ছেমতো জীবনে বেঁচে থাকার অধিকার রয়েছে। সেইমতো তিনিও নিজের ইচ্ছায় এই বিয়ে করেছেন।