খালেদা জিয়া চোখের অপারেশনের পর দেশে ফিরবেন
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫
লন্ডন সফররত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিত্সার জন্য তার দেশে ফিরতে বিলম্ব হবে।
যুক্তরাজ্য বিএনপি ও লন্ডনে অবস্থানরত বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে—বুধবার খালেদা জিয়া বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়ে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন বলে টিকিট কাটা ছিল। কিন্তু তার চিকিত্সা শেষ না হওয়ার কারণে ফেরার সময় পেছানো হয়েছে। তিনি কবে দেশে ফিরবেন তা সম্পূর্ণ চিকিত্সকের পরামর্শের ওপর নির্ভর করছে।
খালেদা জিয়ার দুই চোখের ছানি বা ক্যাটারেক্ট অপারেশন করতে হবে। লন্ডনের বিখ্যাত মরফিল্ড হাসপাতালে খালেদা জিয়া চিকিত্সা করাচ্ছেন।
জানা গেছে—গত সপ্তাহে তিনি চোখের ডাক্তার দেখিয়েছেন। চিকিত্সকরা তার চোখে অপারেশন করা প্রয়োজন বলে মত দেন। এরপর ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমানের সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নেন তিনি। ২-৩ দিনের মধ্যে এ ব্যাপারে আবার ডাক্তারের কাছে যাবেন খালেদা জিয়া।
চোখে অপারেশন হলে কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। চিকিত্সক বলেছেন, দুই চোখের অপারেশন একসঙ্গে করা হবে না। এক চোখের অপারেশন করার সপ্তাহখানেক পর অন্য চোখের অপারেশন করা হবে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, খালেদা জিয়ার চিকিত্সার কারনে দেশে ফিরতে বিলম্ব হবে। এখন তিনি বিশ্রামে আছেন। তিনি সুস্থ হয়ে উঠলে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর লন্ডনে যান খালেদা জিয়া। তিনি লন্ডনের কিংসটনে ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। সেখানে তার দুই পুত্রবধু এবং তিন নাতনি আছেন।